উপজেলা প্রশাসন, শেরপুর এর সেবা প্রদানের সমন্বিত প্রয়াশ

দ্রুতসেবা!
মেধা ও দক্ষতার শেরপুর

কি প্রয়োজন? কাকে খুজছেন?

দক্ষ জনবল এর তালিকা

সরকারি দপ্তর ও সেবা সমূহ

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

ভিডিও দেখাও

স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সকলের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে আর্থ-সামাজিক বৈষম্য দূরীকরণ সরকারের লক্ষ। সোনার বাংলা সেদিনই সত্য হবে যেদিন সকলে তার প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক পাবে। এ উদ্দেশ্য বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সকল দক্ষ শ্রমিক, গুনী মানুষ, উদ্যোক্তা, সরকারী কর্মচারী ও জনপ্রতিনিধিসহ সম্ভাবনাময় নাগরিকদির সাথে সাধারণ জনগণের চেনাজানা থাকাটি অত্যন্ত জরুরী।দ্রুত সেবা প্লাটফর্মটি সরকারী এবং বেসরকারী সেবা প্রদান ও গ্রহণের সমন্বিত  প্রয়াস। এটি সেবা সহজীকরণে সরকারী দপ্তর ও বেসকারী সংস্থা এবং ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তাদেরকেও একত্রিত করেছে। এই ওয়েব সাইট সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং বিভিন্ন পেশার মানুষ যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিশিয়ান, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক, ব্যবসায়ী, শিল্পি, খেলোয়ার, মিস্ত্রি, গাড়িচালক,

গবেষক, এনজিও, কুটির শিল্পের কারিগড়, সেলুন ব্যবসায়ী, কাপড়েরর দোকানদার, ফ্রি ল্যান্সার, কম্পিউটার এক্সপার্ট এবং অনেক পেশার মানুষ নিজেরাই এখানে প্রোফাইল তৈরী করতে পারবে। সেখানে তারা তাদের কাজের পোর্টফোলিও, ছবি ও বর্ণনা সংযোজন করবে। বর্ণনা অনুযায়ী সাধারণ সেবাপ্রার্থীগণ তাদের সাথে যোগাযোগ করতে পারবে। কথা বলে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে হলে তারা একসাথে কাজ করবে। যদি সেবা নিয়ে কেউ সন্তুষ্ট না হয় তাহলে সেবা গ্রহীতা ওয়েব সাইটের মাধ্যমে তাকে রেটিং করতে পারবে।  উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের অনেক দক্ষ মানুষ আছে যারা মূল অর্থ ব্যবস্থা বা বাজার ব্যবস্থার মধ্যে খুব সহজে অনুপ্রবেশ পায় না। এর কারণ অনেকের বাজারে দোকান নেয়ার মতো আর্থিক সক্ষমতা নেই, অনেকে রাজনৈতিক ও সামাজিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকে, কারো কারো অনলাইন ভিত্তিক পেজ চালানোর মতো অবস্থা নেই। অনেক সময় সিন্ডিকেট সিস্টেমের কারণে সামনের দিকে আসতে পারে না। এ কারণে একটি নির্দিষ্ট গ্রুপ ধনী হতে থাকে, আর একটি গ্রুপ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়তে থাকে। সমাজে বাড়তে থামে অর্থনৈতিক বৈষম্য। কিন্তু দ্রুত সেবা প্লাটফর্মটি সবার প্রোফাইল করার ব্যবস্থা করে দেবে। এখানে প্রত্যেকে বাধাহীনভাবে নিজের দক্ষতা, সেবা ও উৎপাদিত পণ্যের বিবরণ দিতে পারবে। গ্রাহকগণ খুজে পাবে পছন্দ মতো বিক্রেতা বা সেবাদাতা, অন্যদিকে ঘরে বসেই দক্ষ মানুষ কাজের সন্ধান পাবে, পণ্য বিক্রয় করতে পারবে এবং এভাবে কর্মসংস্থান তৈরী হবে । দ্রুত সেবা পোর্টালে সরকারী সকল দপ্তরের ওয়েব সাইট লিংক ট্যাক করা থাকার কারণে যে কেউ চাইলে এখান থেকে সরকারী সেবা গ্রহণের প্রক্রিয়ায় প্রবেশ করতে পারবে খুব সহজে।

তবে একটি বিষয় নিশ্চিত হওয়াটি প্রয়োজন, দ্রুত সেবা পোর্টালের সকল সেবা দাতাদের প্রোফাইলই ব্যক্তি, সংগঠন বা ব্যবসা প্রতিষ্ঠানের নিজেদের করা। এ ক্ষেত্রে যথাযথ ভাবে খোজখবর নিয়ে চূড়ান্ত ভাবে যে কোন চুক্তি বা ‍কেনা বেচার অনুরোধ করা হলো। কেনাবেচা বা কাজের চুক্তির পর যে কোন পক্ষের কোন প্রকার ক্ষয়ক্ষতি, অসন্তোষের জন্য তারা নিজেরা দায়বদ্ধ থাকবেন। এই পোর্টাল শুধু মাত্র সেবাদাতাদের প্রোফাইল আপলোড করার স্থান, দুই পক্ষের কেনাবেচা বা কর্মচুক্তির কোন পক্ষ এই পোর্টাল নয়। তদুপরিও যদি অসন্তোষ বা আপত্তি জানানো হলে এডমিন প্যানল যাচাই বাছাই করে প্রয়োজনে  অভিযুক্ত প্রোফাইলের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

মেধা ও দক্ষতার শেরপুর কি ও কেন?

মেধা ও দক্ষতার শেরপুর একটি থিম যার মূল দর্শন হলো বগুড়া জেলার শেরপুর উপজেলার দক্ষ, মেধাবী বা কর্মঠ জনসম্পদের একটি ফোরাম। এই শেরপুরে কোন ধরনের মানুষ কী ধরনের সেবা দেয় বা কার কী ধরনের দক্ষতা রয়েছে এটা যদি জানা যায় তাহলে প্রয়োজনে খুব সহজেই তাঁকে কাছে পাওয়া যাবে। এতো এতো গুণী মানুষ চারিদিকে কিজটু সবাই কেন যেন বিচ্ছিন্ন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে সকলকে এক সাথে কাজ করতে হবে, কার দ্বারা কী কাজ হবে সেটা জানতে হবে। সবাইকে সমান সুযোগ দিতে হবে। এ কারণে মেধা ও দক্ষতার শেরপুরের মাধ্যমে আমরা সেই সুযোগ করে দিতে চাই। এই মুহূর্তে আপনার কাকে প্রয়োজন? কোন ব্যবসায়ী, বিক্রেতা, শিক্ষক, ডাক্তার? অথবা বাড়ি করতে ইট প্রয়োজন? নাকি রড? অথবা মিস্ত্রি? সেটাও পাবেন । আর আপনি নিজেই যদি বিক্রেতা বা সেবা ডাটা হন তাহলে আর দেরি কেন ? দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন দ্রুতসেবা প্লাটফর্মে । এখানে কেউ আপনার দক্ষতাকে ও যোগ্যতাকে বাধা দিতে পারবে না। ক্রমেই আমরা দেশব্যাপী সকল মেধাবী ও দক্ষ মানুষের ডাটাবেজ প্রস্তুত করব। তখন সারা দেশ থেকে আপনি পণ্য, সেবা ও দক্ষতা ক্রয় করতে পারবেন, নিজেও দেশব্যাপী সেবা দিতে পারবেন যথাযথ মূল্যের বিনিময়ে

কিছু প্রশ্ন ও উত্তর

দ্রুতসেবা হলো শ্রম, পণ্য এবং দক্ষতা বিনিময়ের বা বিক্রয়ের একটি প্লাটফর্ম যেখানে বাধাহীনভাবে গ্রাহক ও সেবাদাতা মিলিত হতে পারে। এটি হলো স্মার্ট বাংলাদেশের বাজার ব্যবস্থার একটি রূপ।

দ্রুতসেবা হলো শ্রম, পণ্য এবং দক্ষতা বিনিময়ের বা বিক্রয়ের একটি প্লাটফর্ম যেখানে বাধাহীনভাবে গ্রাহক ও সেবাদাতা মিলিত হতে পারে। এটি হলো স্মার্ট বাংলাদেশের বাজার ব্যবস্থার একটি রূপ।

যাচাই বাছাই করে পছন্দসই সেবা দাতা খুঁজে বের করুন। বিভিন্ন ধরণের ও মানের সেবাদাতা এখানে পাবেন । আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী খুঁজে নিন।

আপনি কেবল সেবাদাতা বা বিক্রেতা হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার কাজের অভিজ্ঞতা, ছবি বা বর্ণনাসহ নিজের প্রোফাইল তৈরী করতে পারবেন। সেবাদাতা হিসেবে যুক্ত হোন বাটনে ক্লিক করে এগিয়ে যান।

এটি দৈনন্দিন জীবনে আপনার যে সকল পণ্য, সেবা বা কাজের প্রয়োজন হয় তার সব ধরণের সরবরাহকারীর সাথে আপনার পরিচয় করিয়ে দেবে, আপনাকে সংযুক্ত করে দেবে। তাই আপনি ঘরে বসে যে কোন ধরণের দক্ষ মানুষ বা পণ্য ও সেবাদাতাদের খুঁজে পাবেন। জীবন সহজ হবে, বাজার ব্যবস্থা হবে মধ্যস্বত্তভোগী মুক্ত।

প্রত্যেক সেবাদাতা, পণ্য বিক্রেতা তাদের ছবি ও বিবরণ দিয়ে প্রোফাইল ও পোর্টফলিও তৈরী করবে। এতে করে দক্ষতা ও সেবার মান সম্পর্কে জেনে তাদের সাথে যোগাযোগ করে সেবা বা পণ্য ক্রয় করতে পারবেন

দৈনন্দিন জীবনে আমাদের যে ধরণের পণ্য ও সেবার প্রয়োজন হয় তার প্রায় সব ধরণের সরবরাহকারী এখানে যুক্ত হবে বলে আশা করা যায়। সে অনুযায়ী প্লাটফর্মটি তৈরী করা হয়েছে। পাশাপাশি এটি আরো উন্নততর হচ্ছে

না, এটি সমগ্র বাংলাদেশকেন্দ্রীক একটি ধারণা। তবে এর যাত্রা শুরু বগুড়া জেলার শেরপুর উপজেলাতে। উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন জিহাদী ২০২৪ সালের শুরুর দিকে এটি শুরু করেন। শেরপুরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ সকলের সহযোগিতায় এটি শুরু হয়। বগুড়ার জেলা প্রশাসক জনাব মো: সাইফুল ইসলাম এই ধারণার অন্যতম একজন পৃষ্ঠপোষক। মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মজিবুর রজমান মজনু উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদের মাসিক সভায় এই উদ্যোগকে শেরপুরের মানুষ তথা সমগ্র বগুড়ার শ্রমশক্তি ও পণ্যের বাজার ব্যবস্থার জন্য একটি মাইলফলক বলে উল্লেখ করেন।

দক্ষ জনবল

সেবা দাতা হিসেবে যুক্ত হোন

আপনার পরামর্শ

উপজেলা প্রশাসন
শেরপুর , বগুড়া

01864853606